ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নাগরিকত্ব আইন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
নাগরিকত্ব আইন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে সেমিনারে বক্তব্য রাখছেন ড. মঈন খান/ছবি: শাকিল

ঢাকা: নাগরিকত্ব আইন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘নাগরিক অধিকার ও নাগরিকত্ব আইন’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ নামে একটি সংগঠন।

সংগঠনের প্রধান ব্যারিস্টার মীর হেলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সুকোমল বড়ুয়া প্রমুখ।

মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ আইন মেনে নেয় কিন্তু কালাকানুন মেনে নেয় না। নাগরিকত্ব আইন তেমনি একটি কালো আইন। এই আইন বাংলাদেশকে একটি ‘ফেইল স্টেটে’ পরিণত করা ছাড়া আর কিছুই করবে না।

তিনি বলেন, নাগরিকত্ব আইনের প্রতিটি পদে পদে কনফ্লিক্ট ও কনফিউশন রয়েছে। এই আইন সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক। এটি বাংলাদেশের নাগরিকদের কোনো উপকার করবে না।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।