ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন আমির খসরুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন আমির খসরুর সভায় আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিরা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশ ব্যাংকে অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আগুন লাগা নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে। কেন আগুন লাগলো? এই সময়ে আগুন লাগার কারণ কী?

শুক্রবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন বিএনপির নেতা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা ও মেজর জিয়ার ঘোষণা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে প্রধানমন্ত্রীর সফরকে নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। জনগণ জানতে চায় সেখানে কী চুক্তি হবে। তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনা নেই।  

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।