ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সেলফি নিয়ে বিতণ্ডা

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
সেলফি নিয়ে বিতণ্ডা মহিলা দল কর্মীদের বিতণ্ডা। ছবি: ঊর্মি

ঢাকা: রাজনৈতিক অনুষ্ঠানে নানা ইস্যুতে পরিস্থিতি অশান্ত হওয়ার ঘটনা স্বাভাবিক হলেও বসার সিট ও সেলফি তোলা নিয়ে নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সাধারণত চোখে পড়ে না। কিন্তু বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এমনই পরিস্থিতির উদ্ভব হলো বুধবার (৫ এপ্রিল) বেলা সোয়া এগারোটায়।  

বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীরা এ পরিস্থিতি সৃষ্টি করেন। কর্মীদের বারবার চেয়ারে বসার নির্দেশনা দিলেও মানেনকি কেউ।

বরং সেলফি তোলা ও সামনের চেয়ারে বসা নিয়ে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এ সময় অনুষ্ঠানস্থলে কর্মীরা অকথ্য ভাষায় শাসান জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে। সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিখা বলেন, আপনার এতো সমস্যা কি! চেনেন আমি কে? বেশি বাড় বাড়ছে। পরে দেখামু।

জবাবে সুলতানা আহমেদও উত্তেজিত হয়ে উঠেন। বলেন, এই তুমি কে! এইখানে থাকতে হইলে সিস্টেমে থাকতে হবে। কোনো বেয়াদবি মেনে নেয়া হবে না। সব ঠিক করে ফেলবো।

এ সময় কিছু কর্মী সুলতানা আহমেদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন উভয় পক্ষের কর্মীরা। এমন সময় বিএনপির স্থায়ী কমিটির সমস্য ড. খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানে উপস্থিত হলে সুলতানা আহমেদ মঞ্চে উঠে যান।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ইউএম/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।