ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
খালেদার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক খালেদার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক (ফাইল ফটো)

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদার‌ল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেটা কুলেনারা।

বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন ডাচ রাষ্ট্রদূত।

দলীয় সূত্রে জানা গেছে, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খালেদা জিয়া ও কুলেনারা আলোচনা করেন।

পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো ও অর্থবহ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সাক্ষাতের সময় খালেদার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ‍ও বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এজেড/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।