ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৮, মে ২১, ২০১৭
খালেদার কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বগুড়ায় সমাবেশ বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার (২১ মে) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা শাখার সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ভয়ভীতি দেখানোর জন্য খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশি চালানো হয়েছে।

আওয়ামী লীগকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বন্দুকের নলের মুখে যারাই ক্ষমতায় থেকেছে তাদের ভয়াবহ পরিণতি হয়েছে। আপনাদেরও সেই একই পরিণতি হবে।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানা, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে জেলা বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধার কারণে মিছিলটি দলীয় কার্যালয় এলাকায় আটকে থাকে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ২১, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।