ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৫, আগস্ট ১৯, ২০১৭
বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: বরিশালে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টায় নগরের সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বিসিসি’র প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সভাপতি এবায়দুল হক চান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, স্বেচ্ছসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর মীর জাহিদুল ইসলাম জাহিদ, আনম সাইফুল আহসান আজিম, খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে সদর রোডের সিটি কলেজের সামনে থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।