ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা খালেদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, আগস্ট ১৯, ২০১৭
বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা খালেদার বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনাস্থল ও খালেদা জিয়া

ঢাকা: স্পেনের পূর্বাঞ্চলীয় পর্যটন ও ফুটবলের নগরী বার্সেলোনার রাস রাম্বলাসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৯ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি

বিবৃতিতে খালেদা বলেন, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বার্সেলোনার রাস রাম্বলাস এলাকায় জনতার ভিড়ে সন্ত্রাসীরা একটি ভ্যান উঠিয়ে দিলে অন্তত ১৪ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। এই সংবাদে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।

‘অসংখ্য মানুষ হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করছি। ’

পৃথক এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।