ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপি নেতার জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
যুবলীগ নেতা হত্যা মামলায় বিএনপি নেতার জামিন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার যুবলীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির কার্যকরী সদস্য নজরুল ইসলাম আজাদ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালতে আজাদ আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে হাজিরার শর্তে জামিন দেন।

আজাদের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বাংলানিউজকে জানান, ঘটনাটি ২০১৪ সালের ৩০ নভেম্বরের।

কিন্তু ওই বছরের ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিবাদী নজরুল ইসলাম আজাদ ছিলেন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ফলে তাকে আসামি করাটাই ছিল উদ্দেশ্য প্রণোদিত।

তাছাড়া বিবাদী এখন নিজেও অসুস্থ। এসব কারণে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এ মামলায় ৩৩ আসামির মধ্যে ৩১ জন ইতোমধ্যে জামিন পেয়েছেন।

এ বিষয়ে নজরুল ইসলাম আজাদ জানান, ‘আড়াইহাজারে যে হত্যা মামলায় আমাকে জড়ানো হয়েছিলো সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। মূলত আমাকে তথা নজরুল ইসলাম আজাদকে ঠেকাতেই প্রতিহিংসা বশত সেখানকার সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবুর নির্দেশে পুলিশ আমাকে, আমার ছোট ভাইসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করান।

২০১৪ সালের ৩০ নভেম্বর সরকার বিরোধী আন্দোলনের সময়ে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগের লোকজন। ওই সংঘর্ষে যুবলীগ নেতা আমজাদ মারা যান। পরে আমজাদ হোসেনের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে বিএনপির কর্মী সজীবকে প্রধান আসামি এবং বিএনপির বর্তমান সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তার ছোট রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন।  

মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। আসামিদের সবাই নজরুল ইসলামের সমর্থক।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬ 
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।