ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিএনপি

ইন্দ্রা দেবীকে হত্যার ঘটনায় জেলা বিএনপির নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৯, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ইন্দ্রা দেবীকে হত্যার ঘটনায় জেলা বিএনপির নিন্দা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ইন্দ্রা দেবী চাকমা (৫৫) নামে এক নারীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপি দুঃখ প্রকাশ করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাশাপাশি পাহাড়ি-বাঙ্গালি সবাইকে সহাবস্থান বজায় রেখে শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রেখে বসবাস করার অনুরোধ জানানো হয়।

শনিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালি এলাকায় জমিতে গরু চড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশী আলাউদ্দিনের ছুরিকাঘাতে খুন হয় ইন্দ্রা দেবী চাকমা।  

এই ঘটনায় ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
** গরু চড়ানোকে কেন্দ্র করে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।