ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিএনপি

‘জেহাদের রক্ত বয়েই স্বৈরশাসনের পতন ঘটে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, অক্টোবর ৯, ২০১৭
‘জেহাদের রক্ত বয়েই স্বৈরশাসনের পতন ঘটে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বাংলানিউজ

ঢাকা: নাজির উদ্দিন জেহাদের রক্ত বয়েই স্বৈরশাসনের পতন ঘটে বলে মন্ত‌ব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৯ অক্টোবর) জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে জেহাদ ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্টনে পুলিশের গুলিতে নিহত হন।

খালেদা জিয়া বলেন, ১৯৯০ সালে সামরিক শাসন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত নাজির উদ্দিন জেহাদ একটি অবিস্মরণীয় নাম। তার রক্ত স্রোতের ধারা বয়েই স্বৈরশাসনের পতন ঘটে। তার আত্মত্যাগের প্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।  একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।