বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (১১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ তাতে বাধা দেয়।
এদিকে, মিছিল থেকে সাদুল্যাপুর উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ছামছুল হাছান ছামছুলকে আটক করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জানান, তারা জেলা বিএনপি কার্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি নিউ মার্কেট এলাকায় গেলে পুলিশ পেছন থেকে তাদের লাটিচার্জ করতে শুরু করে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে তিনি এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর অন্তত আট নেতাকর্মীসহ নয়জন আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, বিশৃঙ্খলভাবে মিছিল করায় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে এক পুলিশকে ধাক্কা দেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এসআই