ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বিএনপি

দিনাজপুরে বিএনপি নেতা নয়ন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, অক্টোবর ১২, ২০১৭
দিনাজপুরে বিএনপি নেতা নয়ন গ্রেফতার দিনাজপুরে বিএনপি নেতা নয়ন গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রামডুবি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১১টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম সিদ্দিকী নয়নকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১৩)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেফতার নয়ন জেলার চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকার মৃত হামিদুল হকের ছেলে।

তিনি চি‌রিরবন্দ‌র উপজেলার নশরতপুর ইউ‌নিয়‌নের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব তাকে আটকের খবর নিশ্চিত করে জানান, গ্রেফতার বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নয়নের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ১১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।