এর আগে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাটাবন জামে মসজিদে প্রথম জানাজা সম্পন্ন হয়। বেলা ১২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ তৃতীয় জানার উদ্দেশে সংসদ ভবনের পথে নেওয়া হয়েছে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পরবর্তী জানাজার নামাজ দুপুর দেড়টায় হওয়ার কথা রয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় এম কে আনোয়ার ইন্তেকাল করেন। প্রায় ৫ বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
** এম কে আনোয়ারের দাফন বুধবার কুমিল্লায়
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এএম/জিপি