ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

তিতাসে এম কে আনোয়ারের চতুর্থ জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
তিতাসে এম কে আনোয়ারের চতুর্থ জানাজা সম্পন্ন তিতাসে এম কে আনোয়ারের চতুর্থ জানাজা সম্পন্ন। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ২ টায় উপজেলার গাজীপুর খান মডেল বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জানাজা সম্পন্ন হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সারওয়ার হোসেন বাবুসহ বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

দুপুর সাড়ে ১২ টায় এম কে আনোয়ারের মরদেহ ঢাকা থেকে কুমিল্লায় আনা হয়। বিকেল ৪টায় জেলার হোমনা উপজেলায় পঞ্চম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে মারা যান এম কে আনোয়ার।

১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনায় জন্মগ্রহণ করেন তিনি।  

১৯৫৩ সালে তৎকালীন সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম কে আনোয়ার। তৎকালীন পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।  
 
১৯৯০ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রীয় সর্বোচ্চ কর্মকর্তা ক্যাবিনেট সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরে যান এম কে আনোয়ার।  

চাকরি থেকে অবসর নেওয়ার পরে ১৯৯১ সালের জানুয়ারিতে বিএনপির রাজনীতিতে যোগদান করেন তিনি। কুমিল্লার হোমনা আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দু’বার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এম কে আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।