ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, নভেম্বর ১, ২০১৭
খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

রংপুর: ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার (১ নভেম্বর) নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি প্রধান সড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

পরে সেখানেই পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা।

উপস্থিত ছিলেন সহ সভাপতি হুমায়ন কবির রিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান সুজন, মুনতাসির মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।

বক্তারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা ও জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

এদিকে মহানগর ছাত্রদলের আয়োজনে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিমের সঞ্চালনায় এবং সভাপতি নুর হাসান সুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নোমান হাসান, আবিদ হাসান গড্ডু, যুগ্ম সম্পাদক ইমরান খান সুজন, সাংগঠনিক সম্পাদক, রাজিব চৌধুরী, কারমাইকেল কলেজ সাধারণ সম্পাদক আবু হাসনাত লেলিন, প্রচার সম্পাদক, আশরাফুল আলম তমাল, ২৯ নং ওয়ার্ড আহ্বায়ক সফিউল ইসলাম সবুজ, ২৮ নং ওয়ার্ড রফিকুল ইসলাম দুলাল, ১৪ নং ওয়ার্ড সিনিয়ার আহ্বায়ক আব্দুল্লা আল মারুফ, ৬ নং ওয়ার্ড আহ্বায়ক এম,ডি সুজন, রিদয় মাহামুদ,১৯ নং ওয়ার্ড রাশিদুল ইসলাম রকেট, রিপন প্রমুখ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা স্বেচ্ছাসেবক দলের রমনা থানা সহ-সাধারণ সম্পাদক শিপন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।