ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির ৭ নভেম্বরের সমাবেশ ৮ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
বিএনপির ৭ নভেম্বরের সমাবেশ ৮ নভেম্বর

ঢাকা: ৭ নভেম্বর উপলক্ষে দু’দিন ব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ‍এ কর্মসূচির আওতায় প্রথম দিন জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণের পর দ্বিতীয় দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে তারা।

রোববার (৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

তিনি বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে শেরেবাংলানগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফতেহা পাঠ করা হবে।

এছাড়া আগামী ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজন করা হবে জানিয়ে রিজভী বলেন, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যাপক প্রস্ততি নিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত সবাবেশের জন্য প্রস্তুত।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।