ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সোমবার খালেদার সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সোমবার খালেদার সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক সোমবার খালেদার সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।

সোমবার(০৬ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।  

থমাস শ্যাননের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিবেন বলেও জানা গেছে।

এসময় আরও উপস্থিত থাকবেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।  

বৈঠকে চলমান রাজনীতিক বিষয়াবলী, রোহিঙ্গা সংকট, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।  

রোববার দু'দিনের সফরে বাংলাদেশে আসেন থমাস এ শ্যানন। সফরে তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেবেন।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।