শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, ‘‘এরই মধ্যে আমাদের নেত্রী (খালেদা জিয়া) বলেছেন, ‘আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী যেহেতু প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। তিনি বলেছেন, ব্যক্তি বা কোনো দলের প্রতি কটাক্ষ করা বা প্রতিশোধ নেওয়া আমার লক্ষ্য না। আমি গণতন্ত্রের জন্য লড়াই করি, গণতন্ত্র ফিরে পেতে চাই। ’
দুর্নীতির মামলা দিয়ে নানা নাটকীয়তার মাধ্যমে সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করার নীল নকশা কষছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ফারহানা জাহান নিপার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, ঢাকা জেলা বিএনপির সভাপতি ড. দেওয়ান মো. সালাহ উদ্দিন বাবু, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন হানিফ।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এএম/এমএ