ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘বন্দি গণতন্ত্র’কে মুক্ত করার আহ্বান খালেদার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘বন্দি গণতন্ত্র’কে মুক্ত করার আহ্বান খালেদার খালেদা জিয়ার টুইটের স্ক্রিনশট

ঢাকা: দেশের গণতন্ত্র ‘বন্দিদশায়’ রয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন, নূর হোসেনের স্বপ্ন বাস্তাবায়নে বন্দি গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে টুইট বার্তায় খালেদা জিয়া এ আহ্বান জানান।

তিনি বলেন, আসুন বন্দি গণতন্ত্রকে মুক্ত করে নূর হোসেনের স্বপ্ন সত্যি করি।

গণতন্ত্র মুক্তিপাক, স্বৈরাচার নিপাত যাক।

এর আগে বিকেলে এক বিবৃতিতে খালেদা জিয়া দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করেন।  

বলেন, আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামী সৈনিক শহীদ নূর হোসেন আমাদের প্রেরণা। তার দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত করতে হবে।  

এজন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।