ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ভবিষ্যতে শর্ত ছাড়া সমাবেশ করতে দেওয়া হবে: মওদুদ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
ভবিষ্যতে শর্ত ছাড়া সমাবেশ করতে দেওয়া হবে: মওদুদ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বিএনপির জাতীয় স্থায়ী করি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। তিনি কোনো ক্যু করেন নি। তিনি একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

রোববার (১২ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের খালেদা জিয়ার উপস্থিতিতে তিনি একথা বলেন।
 
তিনি বলেন, আজকে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহত্তর দলকে ২৩ শর্ত দিয়ে সমাবেশ করতে দেওয়া হয়, তার মানে দেশ গণতন্ত্র নেই। ভবিষ্যতে এমন সময় আসবে কোনো শর্ত ছাড়া সমাবেশ করতে দেওয়া হবে।
 
তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। নিজের হাতে বিচার বিভাগের স্বাধীনতাকে ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আগামী দিনে খালেদা জিয়ার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরএম/এমআইএইচ/এমসি/এএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।