শনিবার (১৮ নভেম্বর) দুপুরে খুলনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ মন্তব্য করেন।
গত ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সরাসরি সম্প্রচার সরকারের হুকুমে বাধাগ্রস্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিদেশে বসে তারেক রহমান দেশ সম্পর্কে মুখ খুলুক এটাও তারা (সরকার) চায়না।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগরীর ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু।
এস এম মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, বিএনপি নেতা খান রবিউল ইসলাম রবি, আমীর এজাজ খান, খান জুলফিকার আলী জুলু, শফিকুল আলম তুহিন, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, শেখ আব্দুর রশিদ, চৌধুরী কওসার আলী, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, শামীম কবীর, খায়রুল ইসলাম খান জনি, ইমদাদুল হক, অধ্যাপক মনিরুল হক বাবুল, মোল্লা সাইফুর রহমান, উজ্জল কুমার সাহা, তৈয়েবুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফারুক হুসাইন।
সভায় অধিকাংশ বক্তা তাদের বক্তব্যে আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে দলীয় মনোনয়ন দেওয়ার জোরালো দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এমআরএম/জেডএস