ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

পদে নয়, পথেই মুক্তি- বললেন গয়েশ্বর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, ডিসেম্বর ২০, ২০১৭
পদে নয়, পথেই মুক্তি- বললেন গয়েশ্বর 

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পদে নয় পথেই মুক্তি। কিন্তু আমরা পদের জন্য যতটা আগ্রহী রাজপথে নামতে ততটা আগ্রহী নই। কিছু না করে কারাঘরে যাওয়ার চেয়ে কিছু করে যাওয়াই শ্রেয়।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।  

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মুক্তির দাবিতে এক সমাবেশের আয়োজন করেন তারা।

 

গয়েশ্বর বলেন,বাংলাদেশের বর্তমান অবস্থা কারাঘারের চেয়ে ভয়াবহ। শুধু রাতে নয় এখন মানুষ দিনে চলাচল করতেও ভয় পায়। তাই দেশকে বাঁচাতে এবং জনগণকে মুক্তি দিতে রাজপথে নেমে এই সরকারকে বিদায় করতে হবে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব জাকির হোসেনের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএসি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।