ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

কুমিল্লা উ. জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জানুয়ারি ১৫, ২০১৮
কুমিল্লা উ. জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের ইন্তেকাল

কুমিল্লা: কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চান্দিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খোরশেদ আলমের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন তার ছেলে আতিকুল আলম শাওন।

খালেদা-ফখরুলের শোক
এদিকে খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।