ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বিএনপি

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১০, জানুয়ারি ১৯, ২০১৮
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে পল্লবী থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইয়াসিন আলীর বিরুদ্ধে জ্বালাও-পোড়াও ও নাশকতার একাধিক মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে ছিলেন।  

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসজেএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।