শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বসুনিয়ারহাট বাজার সংলগ্ন আউলিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি মামলার রায়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ন্যায় সঙ্গত রায় হলে খালেদা জিয়া সব ধরনের মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পাবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে, বারবার পারে না। প্রধানমন্ত্রী নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে প্রতারণা করেছেন। এবার আর তা পারবেন না।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ সভাপতি আবু বকর, মোস্তাফিজার রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এফইএস/এমএ