ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের ২ নেতাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৬, ফেব্রুয়ারি ২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের ২ নেতাসহ গ্রেফতার ৩ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুমিনুল হক ও জেলা যুবদলের সদস্য শরীফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৬টি ককটেলসহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়।

এদিকে, রাতেই শহরের কলেজপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিএনপির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

তবে ৬টি ককটেলসহ গ্রেফতার সুমনের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।