বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মামলার রায়ে খালেদাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের পাশাপাশি তারেক রহমানসহ অন্যদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জয়নাল আবেদীন বলেন, এই মামলায় কোনো অরজিনাল ডকুমেন্ট দাখিল করা হয়নি। সাজা দেওয়ার মতো কোনো উপাত্ত ছিল না। সাজায় আমরা মোটেও খুশি নই।
খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, আমরা উচ্চ আদালতে গেলে, প্রকৃত ঘটনা তুলে ধরলে আশা করি, উচ্চ আদালত সব বিবেচনা করে খালেদা জিয়াকে খালাস দেবেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এইচএ/
** আপিল করবো: হাফিজ উদ্দিন