ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘উচ্চ আদালতে যাবো, খালেদা খালাস পাবেন’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
‘উচ্চ আদালতে যাবো, খালেদা খালাস পাবেন’

বকশীবাজার থেকে: দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ ঘোষণার পর তার আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো, সেখানে তিনি খালাস পাবেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতে রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মামলার রায়ে খালেদাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের পাশাপাশি তারেক রহমানসহ অন্যদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জয়নাল আবেদীন বলেন, এই মামলায় কোনো অরজিনাল ডকুমেন্ট দাখিল করা হয়নি। সাজা দেওয়ার মতো কোনো উপাত্ত ছিল না। সাজায় আমরা মোটেও খুশি নই।  

খালেদা জিয়ার এ আইনজীবী বলেন, আমরা উচ্চ আদালতে গেলে, প্রকৃত ঘটনা তুলে ধরলে আশা করি, উচ্চ আদালত সব বিবেচনা করে খালেদা জিয়াকে খালাস দেবেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এইচএ/

** আপিল করবো: হাফিজ উদ্দিন 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।