বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীবাজারে বিশেষ আদালতের বাইরে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ কথা জানান।
তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের আপিল করার নির্দেশ দিয়েছেন।
ব্যারিস্টার মাহবুব বলেন, ‘এটা একটা ফলসকেস, ফলস অ্যাভিডেন্স। আমরা আশা করছি উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো। ’
এর আগে অর্থ আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দেন বকশীবাজারে কারা অধিদফতরের মাঠে স্থাপিত আদালতের ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। পাশাপাশি তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এর মধ্যে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান। এছাড়া প্রত্যেককে অর্থদণ্ডও দিয়েছেন আদালত
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এএম/এমএ