শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্যরা। কার্যালয়ের আশপাশে সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
তবে এ সময় বিএনপির কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। অফিসের প্রধান ফটকের কলাপসিবল গেট বন্ধ করে একজন নিরাপত্তাকর্মী দায়িত্বরত রয়েছেন।
তিনতলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম ছাড়া কার্যালয়ে অন্য কোনো নেতা-কর্মীদের দেখা যায়নি। চোখে পড়েনি প্রতিবাদ কর্মসূচি আয়োজনের কোনো প্রস্তুতি। তবে কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত আছেন।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়ার প্রতিবাদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে প্রথম দিন শুক্রবার বাদ জুম্মা সারাদেশে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মহাসচিবের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি।
কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার কোথায় কী ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হবে তা জানতে চাইলে সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ বাংলানিউজকে বলেন, প্রতিবাদ কর্মসূচি আছে। এটা মহানগর নেতারা তাদের সুবিধামতো সময় এবং স্থানে করবেন। নয়াপল্টন অফিসের সামনে কোনো কর্মসূচি পালিত হবে না।
কর্মসূচির বিষয়ে জানতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএইচ/এমজেএফ