শনিবার (ফেব্রুয়ারি ১০) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে একটি বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন। ‘বাম রাজনীতির কথকতা: আমার উপলব্ধি’ শীর্ষক বইটির লেখক মির্জা রেজাউল হোসেন তপন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী থাকাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অর্থ আত্মসাৎ করেছেন এটা প্রমাণ হয়নি। (তহবিলে) যে টাকা ছিল, তার চেয়ে তিনগুণ হয়েছে। আত্মসাৎ হলে টাকা বাড়ছে কিভাবে? যেটা হয়েছে, সেটা হলো ক্ষমতার অপব্যবহার। তিনি প্রধানমন্ত্রীর থাকার সময় তার তহবিল থেকে ট্রাস্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। আসলে বিচার হওয়া উচিত এটার। তাহলে বিচারটা যথাযথ হতো।
খালেদা জিয়ার রায়ের পর বাম নেতাদের এ নিয়ে প্রশ্ন করা উচিত ছিল বলেও উল্লেখ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো প্রতিদিন সরকারি তহবিল থেকে একে-ওকে টাকা দেন, কারও চিকিৎসার জন্য পাঠান। তারও ক্ষমতার অপব্যবহারে বিচার হবে কি-না?
মোহাম্মদ মাহফুজুল্লাহ বলেন, বামদের লক্ষ্য ছিলো রাষ্ট্র ক্ষমতায় আসা। কিন্তু আগামী ১৫-২০ বছরেও বামরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। কারণ আমরা আমাদের আদর্শ ভুলে গেছি।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএফআই/এইচএ/