ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০২, ফেব্রুয়ারি ১০, ২০১৮
খুলনায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ খুলনায় বিক্ষোভ-সমাবেশ

খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিএনপি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) পৃথক পৃথক সময়ে মহানগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় চত্ত্বর বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

মহানগর বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, মোল্লা আবুল, শফিকুল আলম তুহিন প্রমুখ।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের পরিচালনায় জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।