ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক/ ছবি: বাংলানিউজ

ঢাকা: দলীয় প্রধানের অনুপস্থিতিতে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, আহমেদ আযম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর,  আব্দুস সালাম, এমএ কাইয়ুম,  মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বৈঠকে উপস্থিত রয়েছেন।  

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

দলীয় সূত্র বলছে, বিএনপি প্রধানের অনুপস্থিতিতে করণীয় ঠিক করতেই এ বৈঠক করছেন শীর্ষ নেতারা।  

বাংলাদেশ সময় : ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এমএইচ/আরআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।