ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

বিএনপি

রামগতিতে ছাত্রদল-যুবদলের ২ নেতা গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
রামগতিতে ছাত্রদল-যুবদলের ২ নেতা গ্রেফতার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হান্নান (২৮) ও চরগাজী ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুলকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর ও রামগতির উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

হান্নান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের আবদুল বারেকের ছেলে।

সাইদুল চর গাজী ইউনিয়নের বাসিন্দা।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম ছায়েদের রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে উপজেলা সদর হাজিরহাট থেকে ছাত্রদল নেতা হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।