ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

পাঁচ বুদ্ধিজীবীর সঙ্গে বিএনপির ১০ নেতার বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
পাঁচ বুদ্ধিজীবীর সঙ্গে বিএনপির ১০ নেতার বৈঠক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলটির শীর্ষ ১০ নেতা সমমনা পাঁচ বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠক করেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে অংশ নেওয়া পাঁচ বুদ্ধিজীবী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী।

বৈঠক শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ডাদেশের সার্টিফায়েড কপি দ্রুত পাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।