ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বুলু-শওকত মাহমুদসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
বুলু-শওকত মাহমুদসহ ২৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

ঢাকা: রাজধানীর রামপুরা থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ ২৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মামলার চার্জশিট আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

মামলার মোট আসামি ৪১ জন। অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা মারুফ কামাল খান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, হাবিবুন নবী খান সোহেল, কাইয়ুম কমিশনার প্রমুখ।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় নাশকতা ও বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা দু’টি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।