ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতিসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের দক্ষিণ মোড়াইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন- বিএনপির কর্মী জহিরুল হক ওমর (৩২), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক অথৈ (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মোড়াইল এলাকায় কচি মোল্লার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কচি মোল্লার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।