ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

বিএনপি

সোনারগাঁও বিএনপির সভাপতিসহ ১৩ জনের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
সোনারগাঁও বিএনপির সভাপতিসহ ১৩ জনের আগাম জামিন

ঢাকা: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলার বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলসহ ১৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিশেষ ক্ষমতা আইনে সোনারগাঁও থানা পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্টে হাজির হলে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাদের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. মাহবুবুর রহমান খান।

পরে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি সোনারগাঁও থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করে।

মামলার অন্য আসামিরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হারুন-উর-রশিদ মিঠু, বিএনপি নেতা আতাউর রহমান, নিজাম উদ্দিন নিজাম, ফারুক আহমেদ তপন, হাবিবুর রহমান হাবু, আবেদ আলী মেম্বার,  খোরশেদ আলম, মনির মেম্বার, হুমায়ুন, বদরুল আলম ও শাহ আলমকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
ইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।