তিনি বলেন, নির্বাচনী আইন ভঙ্গ করে প্রধানমন্ত্রীর এই একতরফা নির্বাচনী প্রচারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। আশ্চর্যের বিষয় নির্বাচন কমিশন সচিব এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, তফসিল ঘোষণার আগে এ নিয়ে কমিশনের কিছু করার নেই!
নির্বাচন কমিশনের ওই কমিশনারকে ইঙ্গিত করে রিজভী বলেন, কিছু করার থাকবে কেন? কিছু করার থাকলে তো কমিশনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পরিণতি হবে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মতো! চাকরি হারানোর ভয়ে নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রীর নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ব্যাপারে নিশ্চুপ থাকতেই হবে।
রোববার (০৪ মার্চ) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচি ঘোষণার সময় এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা এবং তাদের ঘনিষ্ঠজনরা মহাসাগর চুরির দুর্নীতি করলেও তারা দেশপ্রেমিক ও মহামানবে পরিণত হন। বেসিক ব্যাংক যিনি ডুবিয়েছেন তিনি এখন সাগরে ছয়টি জাহাজ ভাসাচ্ছেন। প্রধানমন্ত্রীর নিজেদের সততার গল্প ঠাকুমার ঝুলিকেও হার মানায়। প্রধানমন্ত্রী এমন রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছেন যেখানে তিনি সব আইনের ঊর্ধ্বে অবস্থান করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীণ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন সংবাদ সম্মেলনে আবারো দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচি হলো- মঙ্গলবার (৬ মার্চ) ঢাকা মহানগরসহ দেশব্যাপী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন, বৃহস্পতিবার (৮ মার্চ) ঢাকা মহানগরসহ দেশব্যাপী বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএইচ/এমজেএফ