ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

বিএনপি

জামিনে মুক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাবুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
জামিনে মুক্ত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাবুল

ময়মনসিংহ: বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা তিনটি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ মোহাম্মদ শাহাবুল আলম।  

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে হাইকোর্ট থেকে এক বছরের জন্য জামিন পান বলে বাংলানিউজকে জানান সংশ্লিষ্ট মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন মৃধা।  

তিনি জানান, জামিনে মুক্তির পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন এ ছাত্রদল নেতা।

এর আগে, গত ০৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন রাজধানীর কাকরাইল এলাকায় তার গাড়িবহর থেকে আটক হন কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহাবুল। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা দায়ের করে রমনা মডেল থানা পুলিশ।  

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।