ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদাকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ৬, ২০১৮
খালেদাকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না

চুয়াডাঙ্গা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিশ্ব দরবারে তা গ্রহণযোগ্যও হবে না।

শুক্রবার (০৬ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল।

তিন তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এ দলকে বাইরে রেখে সরকারের কোনো নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না দেশবাসী।

আশাবাদ ব্যক্ত তিনি বলেন, সব শঙ্কা কাটিয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবার অংশগ্রহণমূলক। গণতন্ত্র ফিরিয়ে আনতে সরকার সবাইকে নিয়েই সে পথেই হাঁটবে। বিএনপিসহ ২০ দলীয় জোটও এমন প্রত্যাশা করে।  

এ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুটসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।