ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

মৌলভীবাজারে বিএনপির ৩৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, এপ্রিল ৯, ২০১৮
মৌলভীবাজারে বিএনপির ৩৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির ৩৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (০৯ এপ্রিল) দুপুরে একটি মামলায় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এজে আল মাসুদ তাদের জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

নেতাকর্মীদের মধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, একাংশের সাধারণ সম্পাদক রেদওয়ান খান, পৌর বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, অন্য অংশের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মলাই, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুরমান আহমদসহ আরো অনেক।

বাদী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সহ সভাপতি  অ্যাডভোকেট আবেদ রাজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।