শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় মরদেহটি তার বাসভবনে পৌঁছালে আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মরহুমার জামাতা সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সল আমিনসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বাদ আসর ঠাকুরগাঁও জেলা বড় মাঠ প্রাঙ্গণে মরহুমার ২য় জানাজা হবে। শেষে ঠাকুরগাঁও পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে ফাতিমা আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। ব্যক্তিগত জীবনে তিনি ৪ মেয়ে এবং ৩ ছেলে সন্তানের জননী।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
টিএ