রোববার (২২ এপ্রিল) দুপুরে বাড্ডার হোসেন মার্কেটের সামনের সড়কে শুরু হওয়া মিছিলটি মধ্য বাড্ডায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম পারভেজ মিষ্টি, সাংগঠনিক সম্পাদক আয়োরুজ্জামান আনোয়ার, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ও অভিনেতা হেলাল খান, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ শত শত নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, এরমধ্যে ছিল ‘খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘খালেদা জিয়া বন্দি কেন শেখ হাসিনা জবাব চাই’, ‘আমার নেত্রী আমার মা, বন্দি থাকতে দেবো না’।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমএইচ/এইচএ/
** খালেদার মুক্তি দাবিতে ৮ দিনের কর্মসূচি বিএনপির