সোমবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে চিকিৎসকরা বলেন, দীর্ঘদিন ধরে আর্থারাইটিসের কারণে খালেদা জিয়ার দুই হাঁটুই প্রতিস্থাপন করা হয়। তিনি বহুদিন যাবত উচ্চ রক্তচাপ ও শ্বাস কষ্টজনিত রোগে ভুগছেন।
চিকিৎসকরা আরো বলেন, বিভিন্ন সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা এবং দেশের বরেণ্য চিকিৎসকরা তার অবনতিশীল স্বাস্থ্যের অবস্থা নিয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যেই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্যারালাসাইসিস, অন্ধত্বসহ তার শারিরীক অবস্থার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা চিকিৎসকদের পক্ষ হতে দাবি জানাচ্ছি, খালেদা জিয়াকে নিজের ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা সুচিকিৎসা দেওয়া হোক।
বিবৃতি স্বাক্ষরকারী চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. আব্দুস সালাম, ডা. হারুন-অর-রশীদ, ডা. মো. শহীদ হাসান, ডা. মো. শহীদুল আলম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এ কে এম মহিউদ্দিন ভূইয়া মাসুম, অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ, ডা.মো. সাহাদাত হোসেন, ডা. হারুন-উর-রশিদ, ডা. এ এম এস এম সারফুজ্জামান, ডা. মাযহারুল ইসলাম দোলন, ডা. সাইফুল ইসলাম, ডা. মিনহাজ রহিম চৌধুরী, ডা.মো. ফজলুল হকসহ ১০১ জন চিকিৎসক।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমএইচ/এমজেএফ