বুধবার (২ মে) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) চান্দনা চৌরাস্তা এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের তিন এসব কথা বলেন।
শওকত মাহমুদ বলেন, ‘আমরা আশা করছি এই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি অভিযোগ করে বলেন, ‘লেভেল প্লেইং ফিল্ড বলে যে কথা আছে, সেখানে লক্ষ্য করছি গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে যারা কাজ করছেন তাদেরকে সঠিক ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা আহ্বান জানাচ্ছি প্রশাসন যেন এ বিষয়গুলো সমাধান করেন। রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ২০ দলীয় নেতাকর্মীরা যেন স্বচ্ছন্দে এই নির্বাচনে প্রচার চালাতে পারেন, ভোটারের কাছে যেতে পারেন। ’
এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবে যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে’র সহ-সভাপতি শাহীন হাসনাত, ডিইউজে’র দফতর সম্পাদক শাহজান সাজু এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ০২ ২০১৮
আরএস/জিপি