ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

‘চোখ বাঁধা’ অবস্থায় পাওয়া গেছে ছাত্রদল নেতাকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, মে ২৪, ২০১৮
‘চোখ বাঁধা’ অবস্থায় পাওয়া গেছে ছাত্রদল নেতাকে ফয়সাল আহমেদ

ঢাকা: ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজলকে  চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীর রামপুরা ব্রিজের কাছে তাকে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে বাংলানিউজকে জানান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবুল।

এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৪৮ ঘণ্টা যাবত ফয়সালকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেছিলেন, ফয়সালের পরিবারের সদস্যরা ধারণা করছেন তাকে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যেতে পারে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৪, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।