ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিএনপি

টাঙ্গাইলে যুবদল সম্পাদক টুকু’র কুশপুতুল দাহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, জুন ৪, ২০১৮
টাঙ্গাইলে যুবদল সম্পাদক টুকু’র কুশপুতুল দাহ সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুতুল পোড়াচ্ছেন টাঙ্গাইল যুবদলের একাংশের নেতাকর্মীরা

টাঙ্গাইল: টাঙ্গাইল যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের একাংশের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুতুল পুড়িয়েছেন।

সোমবার (৪ জুন) সকালে কমিটি ঘোষণার প্রতিবাদে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সুলতান সালাউদ্দিন টুকুর কুশপুতুল পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, যুবনেতা শফিকুল ইসলাম শফি, মনির হোসেন, মিজানুর রহমান সাজু ও মেহদী হাসান মৃদুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।