ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

জয়পুরহাট জেলা ছাত্রদলের কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, জুন ৬, ২০১৮
জয়পুরহাট জেলা ছাত্রদলের কমিটি সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার

জয়পুরহাট: দীর্ঘ অাট বছর পর জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই কমিটির অনুমোদন দেন।

এরআগে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি শেষবারের মতো পাঁচ সদস্য বিশিষ্ট জয়পুরহাট জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

সদ্য নির্বাচিত নতুন কমিটিতে সভাপতি মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে জহুরুল ইসলাম, সহ-সভাপতি পদে মামুনুর রশিদ জিদ্দা, আল ইমরান বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকার রাব্বী, রাইসুল আলম রিপন, একেএম গোলাম মাহফুজ শুভ এবং সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন মণ্ডল।

এ বিষয়ে জয়পুরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, কমিটি গঠন হয়েছে তবে এ বিষয়ে এখনও হাতে কাগজ না পেলেও দলীয় নেতৃবৃন্দ কমিটি হওয়ার বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।