ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির মেয়র প্রার্থী সরোয়ার, রাজশাহীতে বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, জুন ২৪, ২০১৮
বরিশালে বিএনপির মেয়র প্রার্থী সরোয়ার, রাজশাহীতে বুলবুল মজিবর রহমান সরোয়ার ও মোসাদ্দেক হোসেন বুলবুল (ফাইল ফটো)

ঢাকা: বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার। অপরদিকে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

রোববার (২৪ জুন) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

তিনি বলেন, সোমবার (২৫ জুন) সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সিলেটে মেয়র পদে জামায়াতকে ছাড় দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।