ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিসিকে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
সিসিকে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন আরিফুল হক চৌধুরী

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকেল পৌনে ৪টার দিকে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদানের পর আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সিলেট আধ্যাত্মিক রাজধানী।

এখানে কোনো অন্যায় কাজ আল্লাহ সহ্য করবেন না।

গাজিপুর নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, এখানে এক প্রার্থীর জন্য নির্বাচনের এক নিয়ম যেন না হয়। নির্বাচনে কোনো ধরণের ইঞ্জিনিয়ারিং হলে সিলেটের মানুষ মেনে নেবে না। বিগত পাঁচ বছরের মধ্যে যতটুকু উন্নয়ন হয়েছে। তা নগরবাসীরর বিবেচনার ওপর ছেড়ে দিলাম। নগরবাসী ভোটের মাধ্যমে বিবেচনা করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক বলেন, নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আমরা মনোনীত পাঁচজন প্রার্থী নিয়ে এসেছি। বাকিরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে এসেছেন। এর দায়ভার আমার না।

দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তিনি বলেন, বিএনপি একটি বড় দল। দলের একাধিক প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত দলকে সবাই সম্মান দেখাবেন বলে আশাবাদী তিনি।  

এদিকে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।